দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ২০২১ সালের বিধানসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তালিকায় দেখা যাচ্ছে, আব্দুর রেজ্জাক মোল্লা থেকে শুরু করে আমডাঙার বিধায়ক রাফিকুর রহমান কিংবা পুরশূড়ার বিধায়ক এম নুরুজ্জামানকে টিকিট দেওয়া হয়নি। বহু চর্চিত ভাঙড় কেন্দ্রে আরাবুল কিংবা আব্দুর রেজ্জাক মোল্লা কাউকে সুযোগ না দিয়ে প্রার্থী করা হয়েছে রেজাউল করিমকে। অন্যদিকে উলুবেড়িয়ার বিধায়ক ইদ্রিশ আলিকে সরিয়ে ভগবানগোলায় দেওয়া হয়েছে। আর জগৎবল্লভপুরের বিধায়ক আব্দুল গণিকে দেওয়া হয়েছে মালদার সুজাপুরে। প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরকে ডেবরায় প্রার্থী করা হয়েছে।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল, এবারের তৃণমূলের প্রার্থী তালিকায় মুসলিমদের সংখ্যা কমে গেছে। ২০১৬ বিধানসভা নির্বাচনে তৃণমূল মুসলিম প্রার্থী দিয়েছিল ৫৬টি। কিন্তু এবার সেই সংখ্যা নেমে এসেছে ৪২-এ। তবে কী কারণে মুসলিম প্রার্থীর সংখ্যা কম দেওয়া হযেছে গতবারের তুলনায় তা নিয়ে মুখ খোলেননি মমতা। রাজ্যে মুসলিম জনস্যখার হার প্রায় ২৭ শতাংশ্ কিন্তু তৃণমূল কংগ্রেসের দেওয়া বিধানসভায় মুসলিম প্রার্থীর হার মাত্রা ১৪.৬ শতাংশ। ইদানিংকালে রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের তরফ থেকে দাবি উঠছিল মুসলিম সংখ্যানুপাতে মুসলিম প্রার্থী দিক শাসক দল যদিও সেদিকে পা বাড়াতে চাননি মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল কংগ্রেসের মুসলিম প্রার্থী তালিকা
চোপড়া – হামিদুল রহমান
ইসলামপুর – আব্দুল করিম চৌধুরি
গোলপোখর – গোলাম রব্বানি
চাকুলিয়া – মিনহাজুল আরফিন আজাদ
ইটাহার – মোশারফ হোসেন
কুমারগঞ্জ – তোরাফ হোসেন মণ্ডল
হরিশচন্দ্রপুর – তাজমুল হোসেন
মালতীপুর – আব্দুর রহিম বক্সি
মোথাবাড়ি – সাবিনা ইয়াসমিন
সুজাপুর – মুহাম্মদ আব্দুল গণি
ফারাক্কা – মনিরুল ইসলাম
সামশেরগঞ্জ – আমিরুল ইসলাম
সূতি – ইমানি বিশ্বাস
জঙ্গিপুর – জাকির হোসেন
রঘুনাথগঞ্জ – আখরুজ্জামান
লালগোলা – মুহাম্মদ আলি
ভাগবানগোলা – ইদ্রিশ আলি
রানীনগর – সৌমিক হোসেন
ভরতপুর – হুমায়ুন কবির
রেজিনগর – রবিউল আলম চৌধুরি
বেলডাঙা – হাসানুজ্জামান সেখ
হরিহরপাড়া – নিয়ামত সেখ
ডোমকল – জাফিকুল ইসলাম
জলঙ্গি – আব্দুর রাজ্জাক
কালীগঞ্জ – নাসিরুদ্দিন আহমেদ
চাপড়া – রুকবানুর রহমান
বাদুড়িয়া – কাজী আব্দুর রহিম
আমডাঙা – মুস্তাক মোর্তজা
দেগঙ্গা – রহিমা মণ্ডল
হাড়োয়া – হাজী নুরুল ইসলাম
বসিরহাট উত্তর – রফিকুল ইসলাম মণ্ডল
ক্যানিং পূর্ব – সওকত মোল্লা
মগরাহাট পশ্চিম – গিয়াসউদ্দিন মোল্লা
ভাঙড় – মুহাম্মদ রেজাউল করিম
কসবা – জাভেদ আহমেদ খান
সোনারপুর উত্তর – ফেরদৌসি বেগম
মেটিয়াবুরুজ – আব্দুল খালেক মোল্লা
কলকাতা বন্দর – ফিরহাদ হাকিম
পাঁচলা – গুলশন মল্লিক
খানাকুল – মুন্সী নাজবুল করিম
পাঁশকুড়া পশ্চিম –ফিরোজা বিবি
ডেবরা – হুমায়ুন কবির
মুরারই – আব্দুর রহমান