দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : গত কয়েক বছরে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের হাইমাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষায় অমুসলিম ছাত্রছাত্রীদের উপস্থিতি রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তার প্রমাণ মিলেছে ২০২০ সালের হাইমাদ্রাসা, আলিম-ফাজিলের পরীক্ষায়। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, উত্তর দিনাজপুর, বীরভূম, বর্ধমানের বেশ কিছু এলাকা আদিবাসী অধ্যুষিত। সেই সব এলাকায় মাদ্রাসার সংখ্যা যথেষ্ট রয়েছে। আদিবাসী ছাত্রছাত্রীরা স্কুলের থেকে মাদ্রাসাগুলির প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে।
দেখা গিয়েছে, হাই মাদ্রাসায় অমুসলিম জেনারেলে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩২২৪, এসসি- ৮৫৮ জন, এসসিএসটি- ২৫৪ জন এবং ওবিসি ১৪০২ জন। সবমিলিয়ে ৫ হাজার ৭৩৮ জন পরীক্ষা দিয়েছিল। পাশের হার ছিল প্রায় ৮৮ শতাংশ। তবে হাই মাদ্রাসায় অমুসলিম ছাত্রদের থেকে ছাত্রীদের সংখ্যাই বেশি। ৫৭৩৮ জনের মধ্যে ছাত্রীর সংখ্যালঘু ৪০২২ জন। মোট ৫৭৩৮ জনের মধ্যে পাশ করেছে ৪৬৮১ জন। অমুসলিম জেনারেলে ছাত্রীর সংখ্যা ২২৫৮, এসসিতে ৬০৮, এসটিকে ১৬৭, ওবিসিতে ৯৯০।
এ ছাড়াও উর্দুভাষী ১০২১ জন হাই মাদ্রাসার পরীক্ষা দিয়েছিল তার মধ্যে ৬৩১ জন ছাত্রী। পাশ করেছে ৮৮৪ জন। ওখানেও ছাত্রীদের সংখ্যাই বেশি। উল্লেখযোগ্য বিষয় হল, যেখানে শিক্ষা দফতরের অধীনে থাকা বহু স্কুলেই স্মার্ট ক্লাস চালু হয়নি। কিন্তু ৬১৫টি মাদ্রাসার মধ্যে ৪৫৯টিতে স্মার্ট ক্লাস চালু হয়েছে। এই সমস্ত মাদ্রাসায় রয়েছে আধুনিক ও বিজ্ঞান শিক্ষার জন্য উন্নত মানের ল্যাব গ্রন্থাগার এবং শরীর চর্চার জন্য জিম। দেখা গিয়েছে বহু মাদ্রাসায় অমুসলিম শিক্ষকও রয়েছে ফলে তাদের পড়াশোনার ক্ষেত্রে কোনও অসুবিধা হয় না।