Thursday, April 25, 2024
Latest Newsদেশফিচার নিউজ

করোনা রিসার্চে বড় সাফল্য জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের মাল্টিডিসিপ্লিনারি সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড স্টাডিজ (এমসিআরএএস) অন্য বৈজ্ঞানিকদের সঙ্গে মিলে কোভিড-১৯’এর গবেষণায় আরএন ইনস্ট্রাকশন ফ্রি স্যালাইভা কিটের সন্ধান পেয়েছে। এর প্রযুক্তিগত নাম এমআই-এসিএইচএটি।

উপাচার্য ড. মোহন সি যোশি, ডা. তনবীর আহমেদ, সহকারী উপাচার্য এবং ডাঃ জাভেদ ইকবাল, রামালিঙ্গম ফেলো, বিএমএমসি (সফদরজং হাসপাতাল), ডা. রোহিত কুমার এবং বেলেরিয়ন কেম লিমিটেডের সিইও ডা. গগনদীপ ঝিঙ্গনের সঙ্গে মিলিত গবেষণায় এই কিটের সন্ধান মিলেছে। জামিয়া এমসিআরসি পিএইচডির ছাত্র মুহম্মদ আজমি এবং ইমাম ফৈজান এই প্রযুক্তির বিকাশে সাহায্য করবেন।

ন্যাচরাল সায়েন্সের ডিন অধ্যাপক সিমি ফরহত বসির, এমসিএআরএসের নির্দেশক অধ্যাপক এম জুলফিকার, উপ-নির্দেশক ডাঃ এস এন কাজিম এবং অন্যান্য সদস্যরাও এই আবিষ্কারে গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছেন। এই দলটি ভারত সরকারের কাছে এই প্রযুক্তির পেটেন্টের জন্য আবেদন করেছে।

 

Leave a Reply

error: Content is protected !!