Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

কেরলে পাশ কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব, সমর্থন জানালেন বিজেপির একমাত্র বিধায়ক

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মোদী সরকারের আনা নতুন কৃষি বিলের বিরুদ্ধে বৃহস্পতিবার প্রস্তাব পাশ হয়ে যায় কেরল বিধানসভায়। আর এই প্রস্তাবে সমর্থন জানালেন কেরলের বিজেপি বিধায়ক ওলানচেরি রাজাগোপাল।

এদিন রাজ্য বিধানসভার স্পিকার পি শ্রীরামকৃষ্ণান জানান, বিশেষ অধিবেশনে মৌখিক ভোটে এই প্রস্তাব পাশ হয়েছে। সেই সময় অন্য বিরোধী বিধায়করা ওয়াক আউট করলেও, রাজাগোপাল করেননি। পরে প্রস্তাবে সম্মতি জানান তিনি। স্পষ্টতই, বামশাসিত রাজ্যে বিজেপি বিধায়কের এই সমর্থন অস্বস্তি বাড়াল গেরুয়া শিবিরে।

অটল বিহারী বাজপেয়ির মন্ত্রিসভায় রেল প্রতিমন্ত্রী ছিলেন রাজাগোপাল।  তাঁর এই সমর্থনের পর প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের বিজেপি সভাপতি। বিজেপি সভাপতি কে সুরেন্দার বলেন, আমরা দেখব, উনি বিধানসভায় কী বলেছিলেন। তিনি আরও বলেন, রাজাগোপালের মতো একজন বর্ষীয়ান নেতার দলের বিপরীত দৃষ্টিভঙ্গি আছে বলে মনে হয় না।

Leave a Reply

error: Content is protected !!