দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : চলতি বছরেই অনুষ্ঠিত হবে লোকসভা ভোট। তার কয়েকমাস আগে মুক্তি পেল ‘আর্টিকেল ৩৭০’ নামের সিনেমা। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগেও ‘পিএম নরেন্দ্র মোদী’ নামের একটি সিনেমা তৈরি হয়েছিল। সেই সিনেমার বিরুদ্ধে সুপ্রিমকোর্টে মামলা হয়েছিল। অভিযোগ ছিল, লোকসভা ভোটের আগে সিনেমার নামে মোদীর মহিমা প্রচার করা হবে। শেষ পর্যন্ত নির্বাচন কমিশন আদর্শ আচরণবিধির যুক্তি দিয়ে সেই ছবির মুক্তি আটকে দিয়েছিল। যদিও ভোটের আগে মনমোহন সিংহ সরকারের খামতি তুলে ধরে ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ নামের সিনেমা মুক্তি পেয়েছিল।
এবারের লোকসভা নির্বাচনের আগে ‛আর্টিকেল ৩৭০’ মুক্তি পাওয়া নিয়ে তাই জোর তরজা শুরু হয়েছে। বিরোধী শিবিরের প্রশ্ন, এ দেশেও কি বিদেশের মতো রাজনৈতিক প্রচারমূলক সিনেমা বা ‘প্রোপাগান্ডা ফিল্ম’ তৈরির ধারা জাঁকিয়ে বসল? চলতি সপ্তাহেই জম্মুতে গিয়ে খোদ মোদীর মুখে শোনা গিয়েছে এই সিনেমার কথা। তিনি বলেছেন, এই সিনেমা থেকে মানুষ ‘সহি জানকারি’ বা সঠিক তথ্য পাবেন। কংগ্রেস নেতাদের প্রশ্ন, মোদী কী ভাবে জানলেন, ‘আর্টিকল ৩৭০’ সিনেমায় সঠিক তথ্য দেখানো হয়েছে? মুখে মোদী বলেছেন, তাঁর এই সিনেমা সম্পর্কে বিশেষ কিছু জানা নেই। তিনি টিভি-তে দেখেছেন ওই সিনেমাটি মুক্তি পেতে চলেছে। কিন্তু একই সঙ্গে তিনি বলছেন, এই সিনেমায় মানুষ সঠিক তথ্য পাবেন।