নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা : জনকল্যানমূলক সরকার গঠনের বার্তা দিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে লড়বে ওয়েলফেয়ার পার্টি, বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে একথা ঘোষণা করেছেন পার্টির রাজ্য সভাপতি মনসা সেন।
এদিনের প্রেস কনফারেন্সে যোগ দিয়ে ওয়েলফেয়ার পার্টির রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান বলেন, “বিভাজনের জাতপাতের রাজনীতি বা ‛খেলা হবে’ নয়, আগামী নির্বাচনে খাদ্য, বাসস্থান, কাজ নিয়ে প্রচার হবে। মদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে প্রচার হবে। শিল্প,কৃষি ও সার্বিক উন্নয়ন নিয়ে ভোট প্রচার করবে কর্মীরা।”