Friday, March 14, 2025
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

সময়মতো নামাজ পড়তে ইন্দোনেশিয়ায় ‘মোবাইল মসজিদ’-এর জনপ্রিয়তা তুঙ্গে

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বর্তমান বিশ্বের অন্যতম বৃহত্তম ইসলাম ধর্মাবলম্বী রাষ্ট্র হল ইন্দোনেশিয়া। আয়তনের দিক থেকে বিশ্বের ১৬তম এই দেশটির ২৬ লক্ষাধিক মানুষের মধ্যে ৮৬.১ শতাংশই মুসলমান। ত্রয়োদশ শতাব্দী থেকে ইন্দোনেশিয়ায় মুসলমানদের বিস্তৃতি শুরু হয়। দেশটির প্রধান ধর্মও ইসলাম। ইন্দোনেশিয়াতে মসজিদের সংখ্যা প্রায় আট লাখ। দেশটিতে আজানের সঙ্গে সঙ্গে ইসলাম ধর্মাবলম্বীরা নামাজ আদায়ের জন্য প্রস্তুত হন।

তবে এই সুবিশাল দেশে, যানজট একটি বড় সমস্যা, অনেক ক্ষেত্রেই সঠিক সময়ে মসজিদে পৌঁছান সমস্যা হয়ে যায়। এ অসুবিধা থেকে উত্তরণের উপায় হিসাবেই রাজধানী জাকার্তায় শুরু হয়েছে পিকআপ ভ্যানে নির্মিত মোবাইল মসজিদের অগ্রযাত্রা।

 

মোবাইল মসজিদ নামে সবুজ ও সাদা রঙের পিকআপ ভ্যানে অত্যাধুনিক ডিজাইনের মাধ্যমে নির্মাণ করা হয়েছে এ মসজিদ। পিকআপ ভ্যানেই মুসল্লীদের জন্য ওযু করার স্থান, নামাজের স্থান, নামাজের জন্য নারীদের বিশেষ পোশাক এবং ইমামের খুৎবা ব্যবস্থাসহ অন্যান্য সুবিধা রয়েছে।

মোবাইল মসজিদ ইন্দোনেশিয়াতে ইতিমধ্যেই অত্যন্ত জনপ্রিয়। কারণ এর ফলে বিভিন্ন অডিটোরিয়াম, পার্ক বা হাইওয়ের পাশে মসজিদ না থাকলেও কর্মব্যস্ত মানুষের জামা‘আতে নামাজ আদায় সম্ভব হচ্ছে। আশা করা হচ্ছে যে, এটি মানুষকে নামাজের প্রতি আরো বেশী আগ্রহী করে তুলবে।

 

Leave a Reply

error: Content is protected !!