Thursday, February 6, 2025
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

‘প্রেসিডেন্টের মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে, আমরা ইসলামকে ভীষণ সম্মান করি ’, চাপে পড়ে ভোলবদল ফ্রান্সের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মহানবী হজরত মহম্মদ (সাঃ) এর বিতর্কিত কার্টুন প্রকাশ্যের জন্য বিশ্বজুড়ে বয়কট ফ্রান্স। অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন ফ্রান্স। তাদেরকে বয়কট না করার জন্যও আহব্বান জানিয়েছে ফ্রান্স। এবার আরও ১৮০ ডিগ্রি ঘুরে দাঁড়াল মুসলিম বিদ্বেষী এই দেশ। তীব্র চাপের সম্মুখীন হয়ে শেষমেশ ভোলবদল ফ্রান্সের।

রবিবার মিশর সফরে কায়রো গিয়ে প্রথমে সেদেশের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসি ও বিদেশমন্ত্রী সামে শৌকরি’র সঙ্গে দেখা করেন ফ্রান্সের বিদেশমন্ত্রী লি দ্রিয়ান। তারপর ইসলাম ধর্মের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘আমাদের প্রেসিডেন্টের মন্তব্যের ভুল ব্যাখ্যা করে যেভাবে ফ্রান্স বিরোধী হাওয়া উঠেছে তা অনভিপ্রেত। আমাদের প্রথম নীতি হল, ইসলামের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন। পাশাপাশি আমি একথাও বলতে চাই যে ফ্রান্সের সমাজের পুরো অংশজুড়ে মুসলিমরা রয়েছেন। এখন আমাদের সন্ত্রাসবাদী হামলার হুমকি দেওয়া হচ্ছে। ধর্মান্ধতার পরিবেশ তৈরি করে নাশকতার চেষ্টা চলছে। তবে এটা শুধু আমাদের নয় সর্বত্রই একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই এই লড়াইটা সবার একসঙ্গে লড়া উচিত।’

 

Leave a Reply

error: Content is protected !!