Monday, September 16, 2024
Latest Newsদেশফিচার নিউজ

ফের সিলিন্ডার পিছু ২৫ টাকা করে দাম বাড়লো গ‍্যাসের, হেঁশেলে আগুন মধ্যবিত্তের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: আরও একবার হেঁশেলে আগুন মধ্যবিত্তের। আজ ১ জুলাই থেকে রান্নার গ্যাসের দাম বাড়তে চলেছে সিলিন্ডার পিছু ২৫ টাকা ৫০ পয়সা। কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার আগে কিনতে হতো ৮৪৬ টাকায়। আজ থেকে সেই ভর্তুকিহীন সিলিন্ডার কিনতে হবে ৮৬১.৫০ টাকায়। দাম বাড়ছে ১৯ কেজি সিলিন্ডারেরও। আজ থেকে ১৯ কেজি সিলিন্ডারের দাম হল ১৬২৯  টাকা। ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দাম ৮৪ টাকা বাড়িয়েছে তেল কোম্পানি গুলি। উল্লেখ্য শেষ ছয় মাসে ১৪.২ কেজি গ্যাসের দাম এই নিয়ে মোট ১৪০  টাকা বাড়ল।

আজ থেকে রাজধানী দিল্লিতে এবং বাণিজ্যনগরী মুম্বইতে গ্যাসের দাম ৮৩৪ টাকা ৫০ পয়সা হচ্ছে। গত মাসেই এই দুই অঞ্চলে মানুষ ভর্তুকিবিহীন রান্নার গ্যাস ৮০৯ টাকায় কিনেছে। সাধারণত রান্নার গ্যাসের দাম পরিবর্তন করা হয় প্রতি মাসের প্রথম দিন। জানুয়ারির শুরুতে দিল্লিতে রান্নার গ্যাসের দাম ছিল ৬৯৪ টাকা। ধাপে ধাপে তাইই বেড়ে এখন আটশোর ঘরে।

ইতিমধ্যেই দেশে বহু জায়গায় পেট্রল-ডিজেলের দাম সেঞ্চুরির পথে। নভেম্বর থেকেই ক্রুড অয়েল এবং পেট্রোলিয়াম জাতীয় পণ্যের দাম আন্তর্জাতিক বাজারে ধাপে ধাপে বাড়ছে। যেহেতু ভারত ক্রুড অয়েলের উপর নির্ভরশীল, সেই কারণেই পেট্রোলিয়াম জাত পণ্যের ঘরোয়া বাজারে দাম ঊর্ধ্বমুখী।

গত ফেব্রুয়ারি মাসে গ্যাসের সিলিন্ডারের দাম ২৫ টাকা বেড়েছিল। ওই একই মাসে ধাপে ধাপে সিলিন্ডারের দাম আরও ৪০ টাকা বাড়ে।  মার্চেও একবার বেড়েছে এলপিজি গ্যাসের দাম। যদিও এপ্রিলে দশ টাকা কমেছিল সিলিন্ডারের দাম।

Leave a Reply

error: Content is protected !!