দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: টানা ২৫দিন ধরে বেড়েই চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। এই নিয়ে ৪মে’র পর থেকে মোট ২৫ বার দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। কলকাতায় পেট্রলের দাম লিটার প্রতি ২৪ পয়সা বেড়েছে। তার ফলে বর্তমানে এক লিটার পেট্রোল কিনতে খরচ করতে হবে ৯৬ টাকা ৫৮ পয়সা। ডিজেলের দাম ১৩ পয়সা বেড়েছে। বর্তমানে কলকাতাবাসীকে এক লিটার ডিজেল কিনতে খরচ করতে হবে ৯০ টাকা ২৫ পয়সা। দিল্লিতেও বেড়েছে পেট্রোলের দাম। রাজধানীতে পেট্রলের দাম ৯৬.৬৬ পয়সা এবং এক লিটার ডিজেলের দাম ৮৭.৪১ টাকা। গত ২৯ মে প্রথম মহানগর হিসেবে মুম্বইয়ে ১০০ টাকা ছাড়িয়েছিল প্রতিলিটার পেট্রোলের দাম। যা দিনে দিনে আরও বৃদ্ধি পাচ্ছে। বুধবার মুম্বইতে এক লিটার পেট্রোলের দাম ১০২.৮২ টাকা। ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৪.৮৪ টাকা। চেন্নাইয়ের অবস্থাও একইরকম। পেট্রোল এবং ডিজেলের দাম সেখানে বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৯৭.৯১ টাকা এবং ৯২.০৪ টাকা।
প্রায় দু’বছর ধরে করোনা ভাইরাসের দাপটে কাবু দেশ। অতিমারীর প্রভাবে এক সময় লকডাউনও জারি করা হয়। সেই সময় থেকে কর্মহারা বহু মানুষ। তার ফলে পেটে টান পড়ার জোগাড়। তারই মাঝে উত্তরোত্তর জ্বালানির মূল্যবৃদ্ধিতে নাজেহাল আমজনতা। তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়ছে খুচরো বাজারেও। তার ফলে বিভিন্ন পণ্য কিনতে গিয়ে হাতে ছেঁকা লাগছে গৃহস্থের। যদিও সেকথা খানিকটা হলেও মেনে নিয়েছেন কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তবে পালটা যুক্তিও খাড়া করেছেন তিনি। ধর্মেন্দ্র প্রধান জানান, সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। তবে করোনা ভ্যাকসিনের জন্য এক বছরে ৩৫ হাজার কোটি টাকা খরচ হয়েছে। এই কঠিন পরিস্থিতিতে কল্যাণমূলক প্রকল্পের জন্য অর্থ সঞ্চয় করা হচ্ছে।