দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: প্রকাশিত হল উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানালেন, এবার পাশের হার ৯৭.৬৯ শতাশ
বিকেল ৪টে থেকে ফল জানা যাবে ওয়েবসাইটে। মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও প্রকাশিত হল না মেধা তালিকা। শুক্রবার অ্যাডমিট কার্ড ও মার্কশিট পাবে পরীক্ষার্থীরা।
করোনা আবহে মাধ্যমিকের মতো এবছর বাতিল হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষাও। বিগত পরীক্ষার নম্বরের ভিত্তিতে বিশেষ ফর্মুলায় হয়েছে মূল্যায়ন।
আজ উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হলেও মাধ্যমিকের মতোই প্রকাশিত হবে না মেধা তালিকা। উচ্চমধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, শুক্রবার সকাল ১১টা থেকে দেওয়া হবে মার্কশিট, সার্টিফিকেট ও অ্যাডমিট কার্ড। সংসদের ৫২টি বিতরণ কেন্দ্রে থেকে তা তুলে দেওয়া হবে স্কুলগুলির হাতে।