Thursday, February 6, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

২২ জুলাই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ, দেখা যাবে একাধিক ওয়েবসাইটে

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: জুলাই মাসেই প্রকাশিত হচ্ছে উচ্চমাধ্যমিকের ফল। লিখিত পরীক্ষা না হলেও অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে আগামী ২২ জুলাই, বৃহস্পতিবার দুপুর ৩ টের সময় পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক সংসদের তরফে ফলাফল প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। পরদিন অর্থাৎ শুক্রবার সকাল ১১ টা থেকে সমস্ত স্কুলে সশরীরে গিয়ে রেজাল্ট সংগ্রহ করা যাবে। মঙ্গলবার বিকেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এমনটাই। দুপুর ৩ টের সময় ফল ঘোষণার ঠিক এক ঘণ্টা পর, অর্থাৎ বিকেল ৪ টে থেকে কাউন্সিলের ওয়েবসাইট, অ্যাপ এবং এসএমএস–র মাধ্য়মে ফলাফল জানা যাবে।

মার্কশিট নিতে যাওয়ার সময় পড়ু্যাদের কোভিড বিধি মেনে চলার কথা বলা হয়েছে। একই সঙ্গে কাউন্সিল সূত্রে খবর, রেজাল্টের সঙ্গেই অ্যাডমিট কার্ডও দেওয়া হবে পরীক্ষার্থীদের। অনলাইনে রেজাল্ট নেওয়ার জন্য রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে পড়ুয়াদের। চলতি বছর প্রায় সাড়ে ৮ লক্ষ পড়ুয়ার উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। করোনার কারণে সেই পরীক্ষা ভেস্তে যাওয়ায় অভ্যন্তরীণ মূল্যায়নের মাধ্যমেই ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। বিভিন্ন ধরনের প্রবেশিকা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে এবং কলেজে ভর্তির ক্ষেত্রে যাতে উচ্চমাধ্যমিকের পড়ুয়াদের সমস্য়া না হয়, সেই কারণেই এবছর উচ্চমাধ্যমিকের ফলাফল আগে প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

অনলাইনে ফল দেখে নেওয়ার জন্য একাধিক ওয়েবসাইটের নাম জানিয়েছে উচ্চমাধ্যমিক সংসদ। তার মধ্যে রয়েছে.‌.‌.‌
wb.results.nic.in
www.exametc.com
www.results.shiksha
www.westbengal.shiksha
www.indiaresults.com
www.jagranjosh.com
www.technoindiagroup.com
abpananda.abplive.in
www.news18bangla.com
abpeducation.com
এছাড়া মোবাইল অ্যাপ www.results.shiksha ‌এবং এসএমএসের মাধ্যমে জানা যাবে ফলাফল। তার মধ্যে রয়েছে SMS WB12space Roll number to 56070/5676750/56263 ‌নম্বরে জানা যাবে ফল।

Leave a Reply

error: Content is protected !!