Friday, March 14, 2025
Latest Newsদেশফিচার নিউজ

করোনা থেকে বাঁচতে প্রাইভেট জেটে ভারত ছেড়ে পালাচ্ছেন দেশের ধনী ব‍্যক্তিরা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক:দেশ ছেড়ে পালাতে একেকজন খরচ করছেন লাল লাখ ডলার। গত সপ্তাহেই ভাইরাসের নতুন এপিসেন্টারে পরিণত হয় ভারত। দেখা দিয়েছে বেড, অক্সিজেন ও শ্মশানের সংকট।

হু হু করে বাড়তে থাকা সংক্রমণে ধনীরা আর দেশে থাকাটা নিরাপদ মনে করছেন না। শেষ মূহুর্তের ফ্লাইট বা প্রাইভেট জেটে করে তারা বিদেশে চলে যাচ্ছেন। ভারতের সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করে দিয়েছে অনেক দেশই।

ধনীদের সবচেয়ে পছন্দের গন্তব্যের একটি সংযুক্ত আরব আমিরাত। ভারত থেকে দেশটির দূরত্ব বেশি না। তবে গত সপ্তাহের এক ঘোষণায়, ২৫ এপ্রিল থেকে দেশটি ভারতীয়দের ভ্রমণ নিষিদ্ধ করে। এরপরেই দেশটিতে যাওয়ার হিড়িক পড়ে যায়।

চার্টার কোম্পানি এয়ার চার্টার সার্ভিস ইন্ডিয়ার এক মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেছেন, মানুষ পাগলের মতো প্রাইভেট জেট ভাড়া করছে। তিনি শুক্রবার বলেন, ‘কাল আমাদের ১৬টি ফ্লাইট দুবাই যাচ্ছে। কোনওটিতে সামান্যতম জায়গাও নেই।

আরেকটি প্রাইভেট জেট প্রোভাইডার এনথ্রাল এভিয়েশন বলেছে, তারা যাত্রীদের চাহিদাই পূরণ করতে পারছেন না।

Leave a Reply

error: Content is protected !!