Wednesday, February 5, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

“স্কুল সার্ভিস কমিশন অপদার্থ, অবিলম্বে খারিজ করা উচিত”, মন্তব্য হাইকোর্টের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: স্কুল সার্ভিস কমিশন অপদার্থ, মন্তব্য হাইকোর্টের। কী ধরনের আধিকারিকরা চালাচ্ছেন কমিশন? প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট।

এদিন চাকরিপ্রার্থীদের দায়ের করা মামলার শুনানিতে এদিন কলকাতা হাইকোর্ট বলে, “এই কমিশনকে অবিলম্বে খারিজ করা উচিত।”

২০১৯-এর ১ অক্টোবরের নির্দেশের পরেও কেন আদালতের নির্দেশ মেনে ইন্টারভিউ তালিকা প্রকাশ করা হয়নি? প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এদিকে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলায় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। আজ দুপুর ২টোয় তাঁকে তলব করেছে বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। বুধবারই উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠায়  অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

Leave a Reply

error: Content is protected !!