দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: আগামী ১২ ফেব্রুয়ারি থেকে খুলছে রাজ্যের সমস্ত স্কুল, মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক করেন জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন তিনি জানান, আগামী ১২ তারিখ থেকে স্কুল খোলার চিন্তাভাবনা করছে রাজ্য। আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। ৩ ফেব্রুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ও স্বাস্থ্যবিধি নিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানিয়েছেন।
Tags:Partha Chaterjee