Sunday, November 24, 2024
Latest Newsফিচার নিউজসম্পাদক সমীপেষুসম্পাদকীয়

সাম্প্রদায়িকতার বৃক্ষটি আজ মহীরুহতে পরিণত!

ছবি : দ্য ওয়াল
ব্দুল হাসিব সেখ

গত ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে দিল্লিতে হিন্দু-মুসলিম দাঙ্গায় অন্তত ৫৩ জন নিহত হয়েছিলেন, যাদের বেশির ভাগই ছিলেন মুসলিম। অবাক হবেন না জেনে, এই দাঙ্গার ঘটনায় পুলিশের পেশ করা সর্বশেষ চার্জশিটে কোনো বিজেপির নেতা-মন্ত্রীদের নাম উল্লেখই করা হয়নি। তাতে কি হয়েছে তারা উস্কানিমূলক স্পীচ দিয়েছে তো! এই চার্জশিটে বিজেপি নেতাদের রেহাই দিয়ে অভিযোগের তীর ছোঁড়া হল মুসলিম বিক্ষোভকারীদের দিকেই। যারা মার খেল, যাদের ঘর পুড়লো, যারা মারা গেল তারাই অভিযুক্ত। যারা বিষ ঢেলে এই আগুন ছড়ানো, তারাই মুক্ত।

কপিল মিশ্রের সেই হুমকির কথা মনে পড়ে – ডোনাল্ড ট্রাম্প ভারতে থাকা অবধি তারা চুপ থাকবেন – কিন্তু তারপরও বিক্ষোভকারীরা রাস্তা খালি না করে দিলে তারা জোর করে তাদের তুলে দেবেন, পুলিশের কথাও শুনবেন না। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এই প্রতিবাদকারীদের উদ্দেশ্য করেই জনসভা থেকে স্লোগান দেন, ‛দেশের সঙ্গে যারা বেইমানি করছে তাদের গুলি করে মারা হবে।’

এদেরকে বাইরে রাখতে হবে সাম্প্রদায়িকতার পরিবেশ তৈরি করতে। শাহীনবাগে গুলি ছোড়া সেই ছেলেটা আজ জামিনে মুক্ত। কিন্তু কাফিল খান, সফুরাদের জেলের ভিতর রাখা হয়, তাদের সাথে পক্ষপাতিত্ব করা হয়। কারণ তাদের ধর্মীয় পরিচয় তারা মুসলিম।

ধর্মনিরপেক্ষতা শুধু সংবিধানে সীমাবদ্ধ। তার বাস্তবায়ন হচ্ছে না। একের পর এক মুসলিম নিধন, পক্ষপাতিত্ব, বাবরি মসজিদ ধ্বংস এই সব কিছু দেখে এটা স্পষ্ট যে, অঘোষিত হিন্দু রাষ্ট্রতে পরিণত। এবার ঘোষণার অপেক্ষায়!

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!