Friday, March 14, 2025
Latest Newsখেলাফিচার নিউজ

ফের হকিতে শোকের ছায়া, প্রয়াত এশিয়াডে সোনা জয়ী তারকা অনুরীতা সাইনি

দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক: প্রয়াত প্রাক্তন মহিলা হকি খেলোয়াড় অনুরীতা সাইনি। ১৯৮২ সালে এশিয়াডে ভারতের সোনা জয়ী দলের সদস্য ছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬০। খেলোয়াড় জীবনে লড়াকু মনোভাবের জন্য তিনি পরিচিত ছিলেন। ফৈজাবাদের সেনা পরিবার থেকে উঠে এসেছিলেন তিনি। খেলতেন রাইট হাফে। কড়া ট্যাকলিংয়ের পাশাপাশি পাশ বাড়ানোতেও দক্ষ ছিলেন তিনি। ১৯৮১ সালে এক সপ্তাহের মধ্যে বাবা – মা দুইজনকেই হারিয়েছিলেন।

১৯৮২ সালে এশিয়াডে প্রথমবার মহিলাদের হকি অন্তর্ভুক্ত হয়েছিল এবং সে বার ভারতীয় মহিলা হকি দল সোনা জিতে। তার পর আর কখনও এশিয়ান গেমসের মহিলা হকিতে সোনা আসেনি। ১৯৮৩ সালে কুয়ালালামপুর বিশ্বকাপে খেলেছিলেন তিনি। পরে ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত ভারতীয় মহিলা হকি দলের তিনি সহকারী কোচ এবং ম্যানেজার হয়েছিলেন।

জানা গেছে, গত মাসে জণ্ডিসের কারণে তাঁকে নয়াদিল্লি সেন্ট্রাল রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।

Leave a Reply

error: Content is protected !!