দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: যে হাফ প্যান্ট পরে প্যারেড করত, তাঁর আবার বড়বড় কথা, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে এভাবেই আক্রমণ শানালেন তৃণমূল নেতা তথা রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক। আজ আসানসোলে একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে বলেন, কোনও দিন মানুষের পাশে দাঁড়ায়নি। মানুষের কোনও অভাব অভিযোগ শুনেননি। যারা হাফ প্যান্ট পরে প্যারেড করত, আজকে নেতা হয়ে তাদের আবার আবার বড়বড় কথা।
শ্রমমন্ত্রী আরও আগামী ৩ জানুয়ারি সভা হবে দুর্গাপুরে। দিলীপ ঘোষ যেখানে সভা করেছিলেন সেখানেই সভা করব।