দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কোনও চাকরি না করেও কীভাবে ৪০ লক্ষ টাকার বাড়ি, ২০–৩০ লক্ষ টাকার সম্পত্তির মালিক হলেন? সরকারি কর্মসূচিতে গ্রামে গিয়ে সরাসরি এই প্রশ্নের সম্মুখীন হতে হল তৃণমূলের এক উপপ্রধানকে। তাঁকে কাছে পেয়ে নিজেদের ক্ষোভ উগরে দিলেন আসানসোল জামুড়িয়ার চুরুলিয়া গ্রামের বাসিন্দারা।
পরে যদিও গ্রামবাসীদের অভিযোগ অস্বীকার করেছেন চুরুলিয়া পঞ্চায়েতের উপপ্রধান প্রদীপ মুখোপাধ্যায়। তাঁর দাবি, এই ঘটনার পিছনে রয়েছে বিজেপি–র লোকজন। তাঁর অভিযোগ, স্বপন রুইদাস নামে এক গ্রামবাসী আচমকা অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি ভিত্তিহীন কথা বলতে শুরু করেন।
এদিকে ঘটনার ভাইরাল হওয়া ভিডিও–তে দেখা গিয়েছে, প্রদীপবাবুর ওপর চড়াও হয়ে স্বপন রুইদাস নামে ওই ব্যক্তি অভিযোগ করে বলছিলেন, ‘কোনও উন্নয়নের কাজ হয়নি এই গ্রামে। কিন্তু নিজে ৪০ লক্ষ টাকার বাড়ি করে নিয়েছেন উপ প্রধান। আলাদা সম্পত্তি রয়েছে ২০–৩০ লক্ষ টাকার।’ তাঁর প্রশ্ন, কোথা থেকে এল এত টাকা?’