Thursday, February 6, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

কফি হাউসে শুধু সিগারেটের গন্ধ, ধূমপান নিষিদ্ধ হলেও দেদার ধোঁয়া ওড়াচ্ছেন যুবক-যুবতীরা

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা : লকডাউনের ধাক্কা কাটিয়ে ধোঁয়া ওঠা ইনফিউশনের গন্ধ নিয়ে সম্প্রতি দরজা খুলেছে কলেজ স্ট্রিটের ঐতিহ্যবাহী কফি হাউস। লাগানো হয়েছে নো মাস্ক নো এন্ট্রি পোস্টার। সকাল ১১টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত খোলা থাকছে কফি হাউস। বদলে গেছে কাঁচের গ্লাস। সেই জায়গায় এসেছে কাগজের গ্লাস। কমেছে টেবিলের সংখ্যাও।

কিন্তু কলকাতার অন্যতম আড্ডা-ঠেক কফি হাউসে দেখা যাচ্ছে অন্য চিত্র। টেবিলে বসে বেপরোয়া হয়ে সিগারেট ফুঁকছেন যুবক-যুবতীরা। ‛ধূমপান মুক্ত এলাকা, এখানে ধূমপান করা আইনত দণ্ডনীয় অপরাধ’ – মোটা হরফে কফি হাউসের দেওয়ালে এহেন পোস্টার সাঁটানো থাকলেও তাতে কিছুই যায় আসেনা ধূমপায়ীদের।

কফি ওয়ার্কার কো-অপারেটিভ লিমিটেডের পক্ষ থেকেও তেমন আপত্তি দেখা যাচ্ছেনা। কফি হাউসের কাউন্টার টেবিলের পাশের টেবিলে বসেই চলছে এসব কুকর্ম। তাতে কোনও হেলদোল নেই কফি হাউসের। কফি হাউসে আসা অনেক ছাত্রছাত্রী ধূমপানের কারণে বিরক্তি প্রকাশ করলেও কাজের কাজ কিছুই হয়নি। তাঁদের দাবি অবিলম্বে এসব বন্ধ করতে ব্যবস্থা নিক কফি ওয়ার্কার কো-অপারেটিভ লিমিটেড।

 

Leave a Reply

error: Content is protected !!