দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: এবার শিক্ষক-শিক্ষিকাদের জন্য নয়া প্রকল্প চালু করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন, বাড়ির কাছে বদলি চাইলে সরকারি স্কুলের স্থায়ী শিক্ষকরা এবার থেকে একটি পোর্টালে আবেদন করতে পারবেন। পোর্টালের নাম ‘উৎসশ্রী’। নিজের জেলা বা নিজের বাড়ির কাছে যে সমস্ত শিক্ষক-শিক্ষিকারা বদলি চাইলে এই পোর্টালের মাধ্যমে আবেদন জানানো যাবে। আর আজ সেই হোটেলের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আগামী ২ অগাস্ট থেকে এই পোর্টালের মাধ্যমে আবেদন জানাতে পারবেন শিক্ষক-শিক্ষিকারা। এমনকী, বদলির জন্য আবেদন করতে পারবেন শিক্ষাকর্মীরাও।
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, উৎসশ্রী পোর্টালের উন্নতি কীভাবে করা যায়, তার জন্য আগামী ৩১ অগাস্ট পর্যন্ত পরামর্শ দেওয়া যাবে। এটি সঙ্গে ২০ জন আধিকারিক গোটা প্রক্রিয়ার ওপর নজর রাখবেন। পাশাপাশি দুয়ারে সরকার প্রকল্পেও এই প্রকল্প থাকছে বলে জানিয়েছেন তিনি।
জানা গিয়েছে, ওই পোর্টালে গিয়ে ফর্ম ফিলাপ করতে হবে শিক্ষক-শিক্ষিকাদের কোথায় বদলি হতে চান তা জানাতে হবে তাঁদের। আবেদনের পর ওই আবেদনের প্রক্রিয়া কতদূর এগোল সেটিও ‘রিয়েল টাইম ট্র্যাকিং’-এর মাধ্যমে দেখা যাবে। পাশাপাশি বদলির আবেদনের সময় কোনওরকম সমস্যা হলে টোল-ফ্রি নম্বরে যোগাযোগ করা যাবে। সেটি হল 18001023154। পাশাপাশি রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর: 8902602519, 6292263300। কোনও অভিযোগ থাকলে onlineteachertransfer.com-এ মেইল করা যাবে।