দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: অক্সিজেনের অভাবে শনিবার দিল্লিতে মৃত্যু হয়েছিল ১২ জনের। আরও ২৫ জনের মৃত্যু হয়েছিল গত সপ্তাহে। সুপ্রিম কোর্ট এবার নির্দেশ দিল ৩ মে আমি মধ্যরাতের মধ্যে রাজধানীর অক্সিজেন সাপ্লাই যথাযথ করতে হবে। এ ব্যাপারে দিল্লি সরকারের সঙ্গে সরকারকে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দিয়েছে আদালত। সুপ্রিম কোর্টের তিন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, এলএন রাও এবং এস রবীন্দ্র ভাট ৬৪ পাতার নির্দেশনামা দিয়ে অক্সিজেন জোগানের বিষয়টি শুধরে নিতে বলেছেন।
করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় শোচনীয় অবস্থা ভারতের। সবথেকে করুণ দৃশ্য দেখা যাচ্ছে দিল্লির হাসপাতালগুলোয়। অক্সিজেনের অভাবে হাসপাতালের বাইরে মৃত্যু হচ্ছে করোনা রোগীদের। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্র সহ অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী দের অক্সিজেন জোগানের অনুরোধ জানিয়েছিলেন। কেন্দ্রের কাছে দৈনিক ৯৭০ মেট্রিকটন অক্সিজেন চেয়েছিল কেজরিওয়াল সরকার। কিন্তু এখনো পর্যন্ত ৫৯০ মেট্রিকটন অক্সিজেন নিতে পেরেছে কেন্দ্র। শনিবারই কেন্দ্রকে দিল্লির কোটার অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করতে বলেছিল সুপ্রিম কোর্ট। তা না হলে আদালতে কেন্দ্রকে জবাবদিহি করতে হবে বলে স্পষ্ট অবস্থান নেয় তারা। এবার একেবারে সময়সীমা বেঁধে দেওয়া হল।