Monday, February 24, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

রাজ্যজুড়ে বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই চলছে তৃতীয় দফার ভোটগ্রহণ

‌ দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: রাজ্যে চলছে তৃতীয় দফার ভোটগ্রহণ। দিকে দিকে অশান্তির আবহেই ৩ জেলার ৩১ টি আসনে ভোট দিচ্ছেন ভোটাররা।

 

• বিকেল ৩টে পর্যন্ত ৩ জেলার ৩১ আসনে মোট ভোটের হার ৬৮.০৪ শতাংশ

 

• বিকেল ৩টে পর্যন্ত দক্ষিণ ২৪ পরগণা জেলার ১৬ আসনে ভোটের হার ৬৫.৫৭ শতাংশ

 

• বিকেল ৩টে পর্যন্ত হুগলি জেলার ৮ আসনে ভোটের হার ৭২.৬০ শতাংশ

 

• বিকেল ৩টে পর্যন্ত হাওড়ার ৭ আসনে ভোটের হার ৬৮.৩৭ শতাংশ

 

• উলুবেড়িয়া উত্তরে নির্মল মাজিকে ঘিরে বিক্ষোভ, ইটবৃষ্টি। মাথা ফাটল তৃণমূল প্রার্থীর নিরাপত্তা রক্ষীর। পাল্টা বিজেপি সমর্থকদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ

 

• তারকেশ্বরে আক্রান্ত বিজেপি প্রার্থীর পোলিং এজেন্ট। স্বপন দাশগুপ্তর এজেন্টকে মারধরের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। তৃণমূলের দাবি এই ঘটনায় দলের কেউ জড়িত নয়

• দুপুর ১ টা পর্যন্ত ৩ জেলার ৩১ আসনে মোট ভোটের হার ৫৩.৮৯ শতাংশ

• দুপুর ১ টা পর্যন্ত দক্ষিণ ২৪ পরগণা জেলার ১৬ আসনে ভোটের হার ৫১.‌৫৫ শতাংশ

• দুপুর ১ টা পর্যন্ত হুগলি জেলার ৮ আসনে ভোটের হার ৫৮.‌২৪ শতাংশ

• দুপুর ১ টা পর্যন্ত হাওড়ার ৭ আসনে ভোটের হার ৫৩.‌৯৮ শতাংশ

• জগৎবল্লভপুর বিধানসভার জাবদাপোতা গ্রামে বুথের ১০০ মিটারের মধ্যে লুচি–আলুর দম খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল তৃণমূল ও বিজেপির বিরদ্ধে। তবে দু পক্ষই জানিয়েছে, প্রতিবার ভোটের সময় গ্রামবাসীদের খাওয়ানোর রেওয়াজ রয়েছে। তবে এবার ছোলা-মুড়ির পরিবর্তে লুচি-আলুর দম

• আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে খাঁ–কে ঘিরে বিজেপি কর্মীদের বিক্ষোভ। পাল্টা তৃণমূল সমর্থকরাও তেড়ে যান বিজেপি কর্মীদের দিকে। ঘটনায় উত্তেজনা ছড়ায় আরামবাগে। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী

• হাওড়ার শ্যামপুরে ভোটে অনিয়মের অভিযোগে সরব হলেন বিজেপি প্রার্থী তনুশ্রী চক্রবর্তী। শাশুড়ির হয়ে বৌমার ভোট দেওয়ার অভিযোগ। অভিযোগ পেয়ে বুথে বিজেপি প্রার্থী তনুশ্রী চক্রবর্তী। বুথে তনুশ্রীর সঙ্গে বাদানুবাদ তৃণমূল এজেন্টদের। ‘শাশুড়ি চোখে দেখতে পান না বলে বৌমাকে ভোটের অনুমতি’, দাবি সংশ্লিষ্ট বুথের প্রিসাইডিং অফিসারের

• সকাল ১১টা পর্যন্ত ৩ জেলায় মোট ভোটদানের হার- ৩৪.৭১ শতাংশ। দক্ষিণ ২৪ পরগনা- ৩২.৩০ শতাংশ। হুগলি- ৩৭.৩৯ শতাংশ। হাওড়া- ৩৭.০৪ শতাংশ

• কুলতলি বিধানসভার দক্ষিন দুর্গাপুর গ্রামে ১৯৮ নম্বর বুথের বিজেপি এজেন্টকে বসতে বাধা, হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থলে যান বিজেপি প্রার্থী মিন্টু হালদার। পরে বারুইপুর এসডিপিও-র নেতৃত্বে সেখানে যায় বিশাল পুলিশ বাহিনী। কুলতলি থানার আইসি নিরাপত্তার আশ্বাস দেওয়া সত্ত্বেও বুথে বসতে রাজি হননি বিজেপি প্রার্থীর এজেন্ট

• রায়দিঘির লালপুরে ভোটারদের এক হাজার টাকার কুপন বিলির অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এই ঘটনায় তৃণমূল–বিজেপি ও সিপিএম কর্মীদের মধ্যে বচসা বাধে। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি

• জয়নগর বিধানসভার ঠাকুরচক এলাকার বুথ থেকে সিপিএমের এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ। সিপিএম প্রার্থী অপূর্ব প্রামাণিক নিজে এসে বসালেন এজেন্টকে। সিপিএম প্রার্থীর অভিযোগ বুথে তৃণমূল ছাড়া আর কোনও দলেরই এজেন্ট নেই

• হুগলির ধনেখালিতে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারকে মারধরের অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের

• ফলতায় বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ, গাড়ি ভাঙচুর। বিজেপি কর্মীদের অভিযোগ তাঁদের উপর হামলা চালায় তৃণমূলের গুন্ডারা। যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়

• ‘‌বুথের মধ্যে আলো নেই, ভোট দেওয়ার পর কোনও শব্দ হচ্ছে না’‌, অভিযোগ হাওড়ার শ্যামপুরের ভোটারদের। হাওড়ার শ্যামপুর বিধানসভার বানেশ্বরপুরের ২৯৩ নম্বর বুথের মধ্যে আলো নেই। এমনকি ভোট দেওয়ার পর কোনও শব্দ হচ্ছে না, ভিভিপ্যাটে আলো জ্বলছে না বলে অভিযোগ

• ডায়মন্ড হারবারের বাসুলডাঙায় আতঙ্কিত বোধ করছেন ভোটাররা। বিজেপি প্রার্থী দীপক হালদারের আশ্বাস সত্ত্বেও বুথে যেতে ভয় পাচ্ছেন বলে তাঁরা জানান। এনিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানানোর সিদ্ধান্ত বিজেপি প্রার্থী দীপক হালদারের

• গোঘাটে বিজেপি সমর্থকের মাকে খুনের ঘটনায় গ্রেপ্তার ২। ভোটের আগের রাতে হুগলির গোঘাটে বিজেপি সমর্থকের মাকে পিটিয়ে মারার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, জানাল নির্বাচন কমিশন

• বারুইপুর পূর্বে আক্রান্ত বিজেপি নেতা, হামলায় ফাটল মাথা। বারুইপুর পূর্বের বেলেগাছি কানাপাড়া এলাকায় আক্রান্ত বিজেপি নেতা। মাথা ফাটানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হচ্ছে। বিজেপি কর্মীরা এই ঘটনায় বিক্ষোভ দেখাতে শুরু করেছেন পুলিশকে ঘিরে

• বাগনানের ২২৮ নম্বর বুথে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর। অভিযোগের তির বিজেপির দিকে

• ক্যানিং পূর্বে আইএসএফের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ শওকত মোল্লার। ক্যানিংয়ের ঘুমরিতে ভোটারদের ভয় দেখাতে আইএসএফের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার। আইএসএফের তরফে অভিযোগ অস্বীকার করা হচ্ছে

• বারুইপুর তৃণমূল প্রার্থীর নাম লেখা নকল ইভিএম দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। বারুইপুর পূর্বের চক্রবর্তী আবাদ এলাকায় বুথের ২০০ মিটারের বাইরে তৃণমূলের বুথ ক্যাম্পে তৃণমূল প্রার্থীর নাম লেখা নকল ইভিএম দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। ওই এলাকাতেই ছোলা–মুড়ি দিয়ে ভোটারদের প্রভাবিত করারও অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

• দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়ার নোদাখালির ২০৫ নম্বর বুথের সামনে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

• ভোট দিলেন আব্বাস সিদ্দিকির ভাই নওশাদ। সকাল সকাল ফুরফুরা হাই মাদ্রাসা বুথে ভোট দিলেন আইএসএফের প্রতিষ্ঠাতা–সদস্য আব্বাস সিদ্দিকির ভাই নওশাদ সিদ্দিকি

• বিজেপি ও আইএসএফের এজেন্টকে বুথে বসতে বাধা তৃণমূলের। জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের কেশবপুর মল্লিকপাড়ার ১৮১ নম্বর বুথে উত্তেজনা। বিজেপি ও আইএসএফ এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদ করায় মারধর করা হয় বলে অভিযোগ। যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হচ্ছে

• ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হতেই ক্যানিংয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ল তৃণমূল–আইএসএফ সমর্থকরা। ক্যানিং পূর্বের দুর্গাপুর ১২৭ নম্বর বুথে আইএসএফ কর্মীদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দু’ পক্ষের হাতাহাতি। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী। পরে ক্যুইক রেসপন্স টিম গিয়ে দু’পক্ষকে সরিয়ে দেয়

• তৃণমূল নেতার বাড়িতে মিলল ইভিএম–ভিভিপ্যাট, সাসপেন্ড অভিযুক্ত সেক্টর অফিসার। তৃণমূল নেতার বাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করে গ্রামবাসীরা। ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। উত্তেজিত জনতার উপর পুলিশ লাঠিচার্জ করে তাদের হঠিয়ে দেয়

Leave a Reply

error: Content is protected !!