Sunday, December 22, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

‘বর্গীরা নেবে বিদায়, বাংলা নিজের মেয়েকেই চায়’, ভোটের প্রচারে গান বাঁধল তৃণমূল

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ভোটের আগে ‘নতুন’ গান বেঁধে ফেলল তৃণমূল। সেটি বাজিয়েই এ বার নির্বাচনী প্রচারে নামবে শাসকদল। সোমবার সন্ধ্যায় গানটি প্রকাশ করে তৃণমূল। গানের কথায় বলা হয়েছে, ‘বিশ্বাস করি এককথায়/ তাই তো সকলে দিচ্ছি সায়/ যে বোঝে মাটিকে/ যে বোঝে সব/ এই বাংলার যে গৌরব/ বাংলা নিজের মেয়েকেই চায়/ সে থাকলে হবে সম্প্রীতি/ ঐতিহ্য সংস্কৃতি/ তারই পাশে আছে বাংলা/ বর্গীরা নেবে বিদায়/ বাংলা নিজের মেয়েকেই চায়’। আগামী দিনে মাঠে ময়দানে তৃণমূলের সভায় এই গান শোনা যাবে।

Leave a Reply

error: Content is protected !!