দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বেলা দেড়টা পর্যন্ত রাজ্যে ভোট পড়ল ৫২.৮৯ শতাংশ। চতুর্থ দফার নির্বাচন ঘিরে ধুন্ধুমার কাণ্ড রাজ্যজুড়েই। কোচবিহারের শীতলকুচির পাগলাপীরে সিআরপিএফের গুলিতে ৪ তৃণমূল কর্মীর। গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি তুলেছেন।