Friday, November 22, 2024
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

আরএসএস সহ উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোকে নিষিদ্ধের দাবি উঠল রাষ্ট্রসংঘে

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তথা আরএসএস সহ উগ্র হিন্দুত্ববাদী এবং ‘হিংসাত্মক চরমপন্থী দল’ সংগঠনগুলোকে নিষিদ্ধের দাবি উঠল রাষ্ট্রসংঘে। তাদের নিষিদ্ধের দাবি তুলেছে পাকিস্তান। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে জাতীয়তাবাদী দলগুলিকে কী করে নিয়ন্ত্রণ করা যায়, তা নিয়ে মঙ্গলবার রাষ্ট্রসংঘে বক্তব্য রাখেন পাকিস্তানের রাষ্ট্রদূত মুনির আক্রম। সেই সময়ই তিনি আরএসএসকে উদাহরণ হিসেবে তুলে ধরেন। দাবি করেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক আরএসএস। তাঁর কথায়, ‘‘এই ধরনের হিংসাত্মক মৌলবাদী এবং চরমপন্থী সন্ত্রাসবাদ থেকেই পালটা হিংসার জন্ম হয়। যা আইসিস কিংবা আল কায়দার মতো জঙ্গি সংগঠনকেই প্রশ্রয় দেয়।”

এখানেই শেষ নয়। তিনি সরাসরি নিশানা করেন বিজেপিকেও। দাবি করেন, গেরুয়া শিবিরের ‘হিন্দুত্ববাদী আদর্শ’ ভারতের মুসলিমদের জীবনকে বিপন্ন করে তুলেছে। আল কায়দার মতো জঙ্গি সংগঠনই কেবল নয়, শ্বেতাঙ্গ ও অন্যান্য মৌলবাদী সংগঠনগুলিকেও নিষিদ্ধ করতে পারলেই বিশ্বজুড়ে মাথাচাড়া দিয়ে ওঠা মৌলবাদকে রোখা যাবে বলে দাবি করেন তিনি।

 

Leave a Reply

error: Content is protected !!