Thursday, November 21, 2024
Latest Newsদেশফিচার নিউজ

ভোট বড় বালাই, প্রচারে বেরিয়ে জনতার জামা-কাপড় কেচে ধুয়ে দিলেন ডিএমকে প্রার্থী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ভোট বড় বালাই। দেশের পাঁচ রাজ্যে ভোট চিত্রে উঠে আসছে নানান আজব ছবি। আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটারদের মন জয় করার জন্য প্রার্থীরা নতুন নতুন পদ্ধতির পথ বেছে নিচ্ছেন হামেশাই। কেউ প্রচারে বেরিয়ে আম জনতার সঙ্গে গোবরের ঘুঁটে লাগিয়ে দিচ্ছেন। আবার কেউ কাঠ কেটে দিচ্ছেন। এমনই এক বিরল দৃশ্য এবার দেখা গেল তামিলনাড়ুতে। সেখানে ভোটপ্রার্থী নিজেই মাটিতে রীতিমতো থেবড়ে বসে কেচে দিচ্ছেন জনতা জনতার জামা-কাপড়!

সোমবার নির্বাচনী প্রচারের সময় এআইডিএমকে প্রার্থী থাঙ্গা কাথীরবন প্রকাশ্যে জনতার জাম-কাপড় ধোয়া শুরু করে দেন। শুধু কী তাই? তিনি প্রতিশ্রুতি দিলেন, “নির্বাচনে জিতলে এলাকার সবার বাড়িতে দেওয়া হবে একটি করে ওয়াশিং মেশিন।” তামিলনাড়ু নির্বাচনে অবশ্য এরকম উপহার বিতরণ খুব একটা নতুন নয়। একটা সময় ভোটারদের মায় টেলিভিশনও দেওয়া হয়েছিল রাজনৈতিক দলের তরফ থেকে।

প্রসঙ্গত, তামিলনাড়ু বিধানসভায় মোট ২৩৪ টি আসনে এক দফায় ভোট হতে চলেছে আগামী ৬ এপ্রিল। এই রাজ্যে এআইডিএমকে এর সঙ্গে বিজেপি জোট করে নির্বাচনী প্রচার চালাচ্ছে। আর কংগ্রেস এআইডিএমকে এর সঙ্গে জোট করে ভোটের ময়দানে নেমেছে। বিজেপি মাত্র ২০ টি আসনে নিজেদের প্রার্থী দেবে। অন্যদিকে কংগ্রেস ২৫ টি আসনে ডিএমকে এর জোট সঙ্গী হয়ে প্রার্থী দেবে। আগামী ২ মে পাঁচটি রাজ্যের বিধানসভার ফলাফল ঘোষণা হবে একইসঙ্গে।

 

 

Leave a Reply

error: Content is protected !!