নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, তমলুক : করোনা উদ্ভূত পরিস্থিতিতে চলছে লকডাউন। আজ থেকে আবার নতুন করে শুরু হল লকডাউন ৪। এসবের জেরে বন্ধ হয়ে গিয়েছে কাজ। মধ্যবিত্তের বাড়িতেও দুবেলা দুমুঠো খাবার জুটছে না। এমনকি দীর্ঘ দিন কাপড়ের দোকান বন্ধ থাকার কারণে গরিব অসহায়দের ছেঁড়া কাপড়েই দিন যাপন করতে হচ্ছে।
এহেন পরিস্থিতিতে মানবিকতার নজির গড়ে অসহায়দের পাশে দাঁড়াল ওয়েলফেয়ার পার্টি। পার্টির উত্তর সোনামুই বুথ কমিটির পক্ষ থেকে প্রায় ১০০ জন গরিব অসহায়দের বস্ত্র বিতরণ করা হয়। পার্টির রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান জানান, গোটা রাজ্যেই আমাদের এই কর্মকাণ্ড চলছে।