Thursday, March 13, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

উত্তর ২৪ পরগনায় ইয়াস-এ ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল ওয়েলফেয়ার পার্টি

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনায় ইয়াস-এ ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী দিল ওয়েলফেয়ার পার্টি। এদিন ওয়েলফেয়ার পার্টির উত্তর ২৪ পরগণা জেলা কমিটির পক্ষ থেকে একটি প্রতিনিধিদল ইয়াস ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ধামাখালী, তুছখালী, কাছারীপাড়া এলাকায় পরিদর্শনে যান এবং কিছু ত্রাণ সামগ্রী ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন। এদিন উপস্থিত ছিলেন পার্টির রাজ্য সহ-সভাপতি আব্দুন নঈম, জেলা সভাপতি সফিকুল ইসলাম, জেলা সহ-সভাপতি মহঃ ইসরাইল, যুবনেতা জুলফিকার আলি মোল্লা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

ওয়েলফেয়ার পার্টির রাজ্য সহ-সভাপতি আব্দুন নঈম জানান, “আমরা টিম ওয়েলফেয়ার নামে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে একাধিক কাজ শুরু করেছি। আজকে আমরা এই এলাকায় সামর্থ অনুযায়ী বেশ কিছু পরিবারের হাতে নগদ কিছু অর্থ তুলে দিলাম।”

 

Leave a Reply

error: Content is protected !!