দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ২ বছরের পুরনো আত্মহত্যার প্ররোচনা দেওয়ার একটি মামলায় বুধবার সকালে রিপাবলিক টিভির অর্ণব গোস্বামীকে গ্রেফতার করা হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, লোয়ার পারেলে অর্ণবের বাড়িতে যায় পুলিশের একটি দল। অর্ণবের গ্রেফতারির বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের আইজি (কঙ্কন রেঞ্জ) সঞ্জয় মোহিতে।
এদিকে অর্ণব গোস্বামীর গ্রেফতার হওয়ার খবর ছড়িয়ে পড়তেই উত্তাল হয়েছে সোশ্যাল সাইট। কেন অর্ণবকে গ্রেফতার করা হয়েছে? পক্ষে বিপক্ষে এই নিয়েই শুরু হয়েছে তুমুল আলোচনা। তবে অর্ণবের গ্রেফতারিতে যে প্রায় গোটা দেশই খুশি, তা বলে দিচ্ছে ট্যুইটারের টপ ট্রেন্ডিং। জানা গিয়েছে, ট্যুইটারে টপ চারে ট্রেন্ড করছে ‛ওয়েল ডান মুম্বই পুলিশ’ (#WellDoneMumbaiPolice)।
1 Comment