Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

কোনো প্রমাণই নেই, মিথ্যে রটিয়েছে গোদী মিডিয়া, বেকসুর খালাস তবলীগী জামাতের ৩৬ বিদেশি সদস্য

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: লকডাউনের আগে থেকে তবলীগী জামাতকে ঢাল করে একনাগাড়ে মুসলিমদের দোষারোপ করে তীব্র সাম্প্রদায়িক ও মিথ্যে খবর পরিবেশন করেই চলেছে গোদী মিডিয়া ও হলুদ মিডিয়া। কিন্তু তাও আবার কোনো প্রমাণ ছাড়াই। এবার বেকসুর খালাস পেলেন তবলীগী জামাতের ৩৬ বিদেশি সদস্য। মঙ্গলবার দিল্লির এক আদালত তাঁদের বিরুদ্ধে সমস্ত অভিযোগ খারিজ করে দেয়। ১৪ দেশের অভিযুক্তদের বিরুদ্ধে থাকা অভিযোগের স্বপক্ষে কোনও প্রমাণ মেলেনি।

চার্জশিটে ৩৬ জনের বিরুদ্ধেই একাধিক অভিযোগ ছিল। ভিসার নিয়ম ভাঙার অভিযোগ ছিল আরও আট বিদেশি জামাত সদস্যের বিরুদ্ধেও। এদিন দিল্লির চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অরুণ কুমার গর্গ সকলকেই রেহাই দেন। কারোর বিরুদ্ধেই প্রমাণ মেলেনি বলে খবর।

উল্লেখ্য, মার্চ মাসে দিল্লির নিজামুদ্দিন মারকাজের ধর্মীয় সভায় যোগ দেওয়া ৩৬ তবলীগী জামাত সদস্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছিল। গত ২৪ আগস্ট তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ নং ধারা (সরকারি কর্মচারীর নির্দেশের বিরুদ্ধাচারন), ২৬৯ নং ধারা, মহামারী আইনের তিন নম্বর ধারা-সহ একাধিক ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে কোনও প্রমাণ মেলেনি। তাই এদিন তাদের রেহাই দিল আদালত।

প্রসঙ্গত, মার্চ মাসে দিল্লির নিজামুদ্দিনে তবলীগী জামাতের এক ধর্মসভায় অংশগ্রহণকারী বহু তবলিঘি সদস্য করোনায় আক্রান্ত হন। তারপর থেকেই ওই সংগঠনটি সরকারের রোষের মুখে পড়েছে। তবে তবলীগী জামাতের বিদেশি সদস্যদের ‘কালো তালিকাভুক্ত’ করা নিয়ে সুপ্রিম কোর্টেও প্রশ্নের মুখে পড়তে হয় সরকারকে।

Leave a Reply

error: Content is protected !!