দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কেন্দ্র যতই আশ্বাস দিক, ৮ ডিসেম্বর ভারত বনধ হচ্ছেই। নয়া দিল্লিতে দাঁড়িয়ে ঘোষণা করলেন কৃষক নেতা রাকেশ টিকাইত। শনিবার সংবাদসংস্থা এএনআই-কে টিকাইত বলেন, ‘পূর্ব ঘোষণা অনুযায়ী ভারত বনধ হচ্ছেই।’
শনিবার সকালে কৃষক নেতারা বলেছিলেন, রাস্তায় থাকতে তাঁদের অসুবিধা নেই এবং সরকার তাঁদের দাবি না মানলে বিক্ষোভ অবস্থান চলবে। তাঁদের এখনও আশা, সরকার তিন কৃষি আইন বাতিল করবে এবং তাঁরা আইনে কোনও সংশোধন মেনে নেবেন না।

























