Thursday, February 6, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

বাংলায় কোনো শিল্প নেই, বেকারত্বে ধুকছে, সংখ্যালঘুরাও দিদিকে আর ভরসা করছে না: মোদী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বাংলায় কোনো শিল্প নেই, বেকারত্বে ধুকছে, সংখ্যালঘুরাও দিদিকে আর ভরসা করছে না, তৃণমূল সরকারকে আক্রমণ শানিয়ে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কৃষ্ণনগরের সভায় প্রধানমন্ত্রী বলেন, যে সংখ্যালঘু সমাজকে এতদিন ভরসা করেছিলেন দিদি, তারাও এখন মুখ ফিরিয়ে নিচ্ছে। তারাও কাটমানি ও সিন্ডিকেটের জ্বালায় অস্থির। শিল্প নেই। বেকারিতে ধুঁকছে। বাংলার মহিলারা দিদিকে অনেক সমর্থন করেছিলেন। কিন্তু যখন তাঁদের ভাই, স্বামী, পরিবারের লোকজনের উপরে হামলা শুরু হল তখন থেকে তারা মুখে ফেরাতে শুরু করল। রাজ্যের মা-বোনদের উপরে হামলা হয়েছে। দিদি চুপ করে থেকেছেন। যে মুসলিম মা-বোনরা দিদিকে এতটা ভালো বাসতেন তাদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেছেন দিদি। তিন তালাক থেকে মুসলিম মহিলাদের মুক্তি দিতে আইন বানিয়েছে কেন্দ্র। কিন্তু দিদি তাদের বিরুদ্ধেই দাঁড়িয়ে গিয়েছিলেন। দিদি মুসলিম মেয়েদের থেকে কট্টরপন্থীদের বেশি গুরুত্ব দিয়েছিলেন।

মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিশানা করে মোদী বলেন, তোষণকারী, তোলাবাজি যারা করে তাদের শিক্ষা দেবে এই জনতা। বছরের পর বছর রক্তপাত,গুন্ডাগিরি থেকে বেরিয়ে এসে শান্তির পথে চলবে বাংলা। এই পবিত্র মাটি মাফিয়াদের হাত থেকে মুক্ত হবে, অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত হবে। বিজেপির ডবল ইঞ্জিন সরকার বাংলাকে নতুন দিক দেখাবে। সরকারের সিদ্ধান্তে সরকার নেবে, তোলাবাজ নেবে না। প্রশাসনের সিদ্ধান্ত প্রশাসন নেবে, কোনও তোলাবাজ নেবে না। পুলিসের সিদ্ধান্ত পুলিস নেবে তোলাবাজ নেবে না।

Leave a Reply

error: Content is protected !!