দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সরকারে আসার পর থেকে একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করেই চলেছে মোদী সরকার। দেশের অর্থনীতিরও বেহাল দশা মোদীর রাজত্বে। এয়ার ইন্ডিয়া এবং ভারত পেট্রোলিয়াম-সহ একাধিক বৃহৎ রাষ্ট্রায়ত্ত সংস্থাকে নিলামে তোলার প্রক্রিয়া শুরু করে দিয়েছে সরকার। সীতারামনের আসন্ন বাজেটেও বিলগ্নিকরণের সেই ধারা অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, এবারের বাজেটে সীতারামন ৩ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শেয়ার বিক্রির কথা ঘোষণা করতে পারেন বলে খবরে প্রকাশ। এর মধ্যে আবার একটি ব্যাংক সম্পূর্ণ বিক্রির প্রস্তাব দেওয়া হলে বিস্ময়ের কিছু থাকবে না বলে মত পর্যবেক্ষক মহলের।
চলতি আর্থিক বছরেই রাষ্ট্রায়ত্ত আইডিবিআই ব্যাংকে নিজের অংশিদারিত্ব বিক্রির লক্ষ্যমাত্রা নিয়েছিল মোদী সরকার। কিন্তু কোভিড এসে তাতেও জট পাকিয়েছে। যদিও রণে ভঙ্গ দিতে নারাজ দেশের দ্বিতীয় মহিলা অর্থমন্ত্রী। উলটে এক কদম এগিয়ে আসন্ন বাজেটে আইডিবিআই ব্যাংককে ব্যক্তিগত পুঁজির হাতে তুলে দেওয়ার প্রস্তাব দিতে পারেন তিনি। অর্থাৎ বিক্রি করে দেওয়া হতে পারে আইডিবিআই ব্যাংক। উল্লেখ্য, বর্তমানে আইডিবিআই ব্যাংককে কেন্দ্রের ৪৭.১১ শতাংশ অংশিদারিত্ব আছে। আর বৃহত্তম ৫১ শতাংশ শেয়ার এলআইসির।
বিক্রির তালিকা এখানেই শেষ নয়। এই বাজেটে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এবং পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংককে বেসরকারিকরণ করার প্রক্রিয়া শুরু করা হতে পারে। যার অঙ্গ হিসেবে এই দুই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শেয়ার বিক্রির প্রস্তাব দিতে পারেন মোদী সরকারের অর্থমন্ত্রী।