Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

ভরসা নেই মোদীর উপর! ভারতের করোনা মোকাবিলায় স্বেচ্ছাসেবী সংস্থাকে ১১০ কোটি দান ট‍্যুইটারের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর ভরসা রাখতে পারেনি ট‍্যুইটার। আর সেই কারণে কোভিড সঙ্কট থেকে ভারতকে বার করে আনতে এ বার ১ কোটি ৫০ লক্ষ ডলার দান করল মাইক্রোব্লগিং সাইট ট‍্যুইটার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১১০ কোটি টাকা। তবে কেন্দ্রীয় সরকারের তহবিলে নয়, বরং স্বেচ্ছাসেবী সংস্থা কেয়ার, এইড ইন্ডিয়া এবং সেবা ইন্টারন্যাশনাল ইউএসএ-কে ওই টাকা ভাগ করে দেওয়া হয়েছে।

সোমবার ট‍্যুইটারের সিইও জ্যাক প্যাট্রিক ডোরসে নিজেই অনুদানের বিষয়টি সামনে আনেন। তিনি লেখেন, ‘ভারতে কোভিড সঙ্কট সামাল দিতে কেয়ার, এইড ইন্ডিয়া এবং সেবা ইউএসএ-র মধ্যে ১ কোটি ৫০ লক্ষ ডলার ভাগ করে দেওয়া হয়েছে’। ট‍্যুইটারের তরফে যে হিসেব দেওয়া হয়েছে, তাতে ১ কোটি ডলার দেওয়া হয়েছে কেয়ার-কে। এইড ইন্ডিয়া এবং সেবা ইন্টারন্যাশনালকে দেওয়া হয়েছে ২৫ লক্ষ ডলার করে।

 

 

Leave a Reply

error: Content is protected !!