দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হাথরসের ঘটনায় বারবার ফিরে আসছে নির্ভয়ার প্রসঙ্গ। চার অপরাধীর ফাঁসি হওয়ার পর নির্ভয়ার মা-বাবা আশাদেবী ও হীরালাল গুপ্তা সমস্বরে বলেছিলেন ‛বিচার পেল মেয়ে। এর পর অপরাধীরা চারবার ভাববে।’ তার পর ৬ মাস কাটতে না-কাটতেই ফের সেই একই দৃশ্য উত্তরপ্রদেশে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্ভয়ার মা আশাদেবী বলছিলেন, “কোথাও না কোথাও আমাদের পুলিশ ও বিচার ব্যবস্থার মধ্যে সমস্যা রয়েই যাচ্ছে।” আশাদেবী মনে করছেন, ধর্ষকরা অনেক সময়ই নিশ্চিত হয়ে যায়, এ দেশে তাদের সাজা হবে না। তাঁর কথায়, “নির্ভয়ার ঘটনার পর সাত-সাতটা বছর তো অপরাধীগুলোকে বাঁচিয়ে রাখা হয়েছিল!“