Wednesday, February 5, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

‘ওরাই গান্ধীজির হত্যাকারী, লজ্জায় বাংলা সফর বাতিল শাহদের’, অভিযোগ কংগ্রেসের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ৩০ জানুয়ারি, ওঁদের কাছে দিনটা ‘খুন দিবস’। কারণ ১৯৪৮ সালে আজকের দিনেই গান্ধীজিকে হত্যা করা হয়েছিল।

ওঁরা দাবী করছেন ‘গান্ধীজির হত্যাকারী বিজেপির সাপ্লাই লাইন আরএসএস। তাই বিজেপিই আদতে পরোক্ষভাবে জড়িত জাতির জনকের হত্যায়।’ আর সেই লজ্জাতেই গান্ধীজির মৃত্যু দিনে বাংলায় আসেননি অমিত শাহ।

ওঁরা বলছেন, ‘দাড়ি রাখলেই রবীন্দ্রনাথ হওয়া যায় না। বিজেপিও গান্ধীজি রক্ত হাত থেকে মুছে ফেলতে পারেনা। বিজেপির হাতে গান্ধীজীর রক্ত লাগা।’ মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে ৪৮ নম্বর ওয়ার্ডের আইএনটিইউসি সেবাদল এবং কংগ্রেসের কর্মীবৃন্দ এসব স্লোগানের সঙ্গেই প্রতীকী অমিত শাহকে প্রতীকী বন্দুক দ্বারা গুলিবিদ্ধ করলেন। জ্বালানো হল মোদির ছবিও।

ঘটনাস্থল বিবি গাঙ্গুলি স্ট্রিট। এর কারণ কী? ওঁরা জানালেন , ‘গান্ধীজীর মৃত্যু দিবস লজ্জায় এলো না গান্ধীর খুনি। গান্ধিকে খুন করেছিল এরাই। ঘনঘন বাংলায় মোদি অমিত শাহ আসার কারণ বাংলাকে খুন করা।’ এমনটাই দাবি ৪৮ নম্বর ওয়ার্ডের আইএনটিইউসি সেবাদল এবং কংগ্রেস কর্মী বৃন্দদের। অমিত শাহ না আসলেও সাত তারিখ বাংলায় ফের আসছেন নরেন্দ্র মোদী।

তাই ওঁদের স্লোগান, ‘গান্ধীর খুনি বাংলা ছাড়ো, ,গান্ধীর খুনিকে গোলি মারো’। প্রসঙ্গত, দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের জেরে শেষবেলায় বাতিল হয় অমিত শাহের বাংলা সফর। রাজ্যে আসছেন না তিনি।

Leave a Reply

error: Content is protected !!