দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ‘পেট্রোল বোমা নিয়ে মারতে এসেছিল আমায়’, নন্দীগ্রামে বয়ালের ঘটনায় এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবার উত্তরবঙ্গ থেকেও তা নিয়ে ফের সুর চড়ান তৃণমূলনেত্রী। তিনি বলেন, ‘‘আমায় পেট্রোল বোমা নিয়ে এসেছিল মারতে, বন্দুক এনেছিল। আমি দেখি কি করতে পারিস। আমায় ধমকালে আমি গর্জাই৷’’ নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী জানান, ‘‘তদন্ত হলে প্রমাণ হবে মমতা বেআইনি ভাবে বুথের ভিতর বসে থেকে একশো ভোটারকে ফিরিয়ে দিয়েছেন। এই বুথে আশি শতাংশ ভোট হয়েছে।’’
বিজেপির বিরুদ্ধে তৃণমূলের পোলিং এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার দুপুরে রয়াল প্রাথমিক স্কুলের বুথে প্রায় দু’ঘণ্টা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে স্কুলে বুথ, তাঁর বারান্দায় হুইলচেয়ারে বসেছিলেন তিনি। সেই সময় বাইরে, চরম বিক্ষোভ চলছিল! একদিকে ‘জয় শ্রীরাম’ স্লোগান! অন্যদিকে, ‘খেলা হবে’!
বৃহস্পতিবার, এখানে বসেই নির্বাচন কমিশনকে হাতে লেখা চিঠিতে অভিযোগ জানান মমতা। উপ-নির্বাচন কমিশনার সুদীপ জৈনের কাছেও অভিযোগ করেন।