Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

১৭০ কোটি লাভ! তবু আদানির হাতে তুলে দেওয়া হচ্ছে তিরুঅনন্তপুরম বিমানবন্দর

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কেরলের তিরুঅনন্তপুরম বিমানবন্দরকে গৌতম আদানিদের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জোরালো হচ্ছে কেরলে। বুধবার রাতেই মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

বৃহস্পতিবার সকালে রাজ্যের দুই বাম সাংসদ বিনয় বিশ্বম এবং এলামারাম করিম বিমানমন্ত্রী হরদীপ সিংহ পুরীকে চিঠি দিয়ে প্রশ্ন তুলেছেন, যে বিমানবন্দর থেকে বছরে ১৭০ কোটি টাকার মুনাফা হচ্ছে, তাকে কেন বেসরকারি হাতে তুলে দেওয়া হবে?

বাম সাংসদদের বক্তব্য, তিরুঅনন্তপুরম বিমানবন্দর বেসরকারিকরণের জন্য যে টেন্ডার ডাকা হয়েছিল তার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে কেরল হাইকোর্টে মামলা হয়েছে। সেই মামলা চলাকালীনই এ ভাবে আদানিদের কী করে ৫০ বছরের জন্য বিমানবন্দর পরিচালনার বরাত দেওয়া হল?

তিরুঅনন্তপুরম বিমানবন্দর আদানি গোষ্ঠীর হাতে যাক সেটা কেরলের মানুষ চান না বলে দুই বাম সাংসদ এবং মুখ্যমন্ত্রীর দাবি। বলা হয়েছে, এই গোষ্ঠীর বিমানবন্দর পরিচালনার কোনও পূর্ব অভিজ্ঞতা নেই।

সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির অভিযোগ, ‘বিমানবন্দর বেসরকারিকরণ আসলে জাতীয় সম্পদ লুটের নামান্তর। এ ভাবে দলীয় তহবিলে টাকা তোলার উপায় খোঁজা হচ্ছে। এটা বড়সড় তছরুপ ছাড়া কিছুই নয়।’

 

 

Leave a Reply

error: Content is protected !!