Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

এটা একটা ভিতু সরকার, জামিয়া মিলিয়ায় পুলিশি অত্যাচারের বিরুদ্ধে মুখ খুললেন প্রিয়াঙ্কা

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিক্ষোভ সমাবেশে পুলিশি নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে। সেই প্রসঙ্গ টেনেই মোদী সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। ট্যুইট করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘এটা একটা ভিতু সরকার।’

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে পুলিশি বর্বরতার অভিযোগ তুলে সারা রাত দিল্লি পুলিশের সদর দফতর ঘেরাও করে রাখে কয়েক হাজার ছাত্রছাত্রী। রবিবার সন্ধ্যা থেকে জামিয়ার আন্দোলন বিরাট আকার নেয়। জামিয়ার ছেলে-মেয়েদের পাশে গিয়ে দাঁড়ায় জেএনইউ, দিল্লি বিশ্ববিদ্যালয়-সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা।

প্রিয়াঙ্কা তাঁর ট্যুইটে আরও লিখেছেন, ‛বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে ছাত্রদের পিটিয়েছে পুলিশ। এই সময়ে যখন মানুষের মতামত শোনার কথা সরকারের, তখন বিজেপি সরকার পুলিশ দিয়ে ছাত্রআন্দোলন দমন করতে চাইছে। সর্বত্র ছাত্র আর সাংবাদিকদের উপর আক্রমণ নামিয়ে আনা হচ্ছে। এটা একটা ভিতু সরকার।’

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!