দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সবাইকে চমকে দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বৃহস্পতিবার পুর্নিয়ায় জেডিইউ প্রার্থীর সমর্থনে জনসভা করতে গিয়ে তিনি ঘোষণা করলেন, “আজ আমি শেষবারের মতো ভোটে প্রচার করতে এসেছি। এর পরে আমি আর নির্বাচনে অংশগ্রহণ করব না।” এরপর তিনি বলেন, ‘অন্ত ভালা তো সব ভালা।’ যার শেষ ভাল, তার সব ভাল।
বিহারের মুখ্যমন্ত্রী ওই ঘোষণা করার পরেই সোশ্যাল মিডিয়ায় একটি পুরানো ভিডিও ক্লিপ ভাইরাল হয়। তাতে দেখা যায়, নীতীশ বিজেপির উদ্দেশে বলছেন, “রহেঁ ইয়া মিট্টি মে মিল যায়েঙ্গে, আপ লোগোঁ কে সাথ কোই সমঝুতা নেহি হোগা।” অর্থাৎ তিনি বলছেন, আমি রাজনীতিতে থাকি বা না থাকি, আপনাদের সঙ্গে আর সমঝোতা হওয়ার প্রশ্নই ওঠে না। দি চ্যাপটার ইজ ক্লোজড।