দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ইতিহাস সৃষ্টি করতে চলেছেন সাব লেফটেন্যান্ট কুমুদিনী ত্যাগি এবং সাব লেফটেন্যান্ট রীতি সিং। ভারতীয় নৌ-সেনার যুদ্ধজাহাজে এই প্রথম দুই মহিলা অফিসার ‘অবজার্ভার’ হিসেবে হেলিকপ্টার বিভাগে যোগ দিলেন।
যুদ্ধজাহাজের ডেক থেকে উড়ে তাঁরাই হবেন ভারতীয় নৌ-সেনার প্রথম দুই মহিলা আকাশযান চালক।
Tags:Indian Navy