Monday, February 24, 2025
Latest Newsদেশফিচার নিউজ

২২ লাখ টাকার গাড়ি বেচে করোনা রোগীদের বিনা পয়সায় অক্সিজেন পৌঁছে দিচ্ছেন শাহনাজ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নিজের বিলাসবহুল গাড়ি বেচে সেই টাকায় নিখরচায় মুমূর্ষু রোগীদের কাছে অক্সিজেন পৌঁছে দিচ্ছেন এই ব্যক্তি মুম্বইয়ের মালাডের মালভানির বাসিন্দা শাহনাজ শেখ। একটি অসরকারি সংস্থা চালান শাহনাজ। দেশে করোনা আছড়ে পড়া থেকেই তাঁর সংস্থা করোনা সংক্রমিতদের জন্য কাজ করে চলেছে।

এক বছর আগে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন তাঁর এক পরিচিত। ঠিক সময়ে অক্সিজেন পেলে হয়তো তিনি বেঁচে যেতেন। এই ঘটনার পরই শাহনাজ স্থির করে ফেলেছিলেন অক্সিজেন এবং জীবনদায়ী ওষুধের ঘাটতি কোনওভাবেই হতে দেবেন না তিনি। টাকার অভাবে আর কোনও মৃত্যু হতে দেবেন না। তাঁর সংস্থায় সে জন্য প্রচুর পরিমাণ অক্সিজেন মজুত করতে শুরু করেন।

অক্সিজেন কিনতে যাতে অর্থের অভাব না হয় তার জন্য নিজের ২২ লাখ টাকায় কেনা নিজের এসইউভি গাড়িটি বেচে দেন শাহনাজ। পুরো টাকা কাজে লাগান করোনা রোগীদের সেবায়। শাহনাজের একটাই কথা, ‘‘গাড়ি কেনার সুযোগ আবারও আসবে, এই মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোটাই বেশি জরুরি।’’ আগে তাঁর কাছে রোজ ৫০টি ফোন আসত অক্সিজেনের জন্য, এখন তা বেড়ে হয়েছে অন্তত ৫০০টি। এখনও পর্যন্ত অন্তত ৫ হাজার জনের কাছে বিনা পয়সার অক্সিজেন পৌঁছে দিয়েছেন তিনি।

 

Leave a Reply

error: Content is protected !!