দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সিপিএমের মূল ঘাটি বলা হয় কেরলকে। সেখানে সিপিএম যেমন কট্টর বিরোধী, তেমনি কংগ্রেসও কট্টর সিপিএম বিরোধী। সেই কেরলেই এবার জোট বেঁধে ফেল বাম-কংগ্রেস! সম্প্রতি কেরলের স্থানীয় প্রশানের নির্বাচন হয়েছে। বিপুল জয় পেয়েছে সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ। দ্বিতীয় স্থানে কংগ্রেস নেত্রিত্বাঢ্র ইউডিএফ এবং একেবারে প্রান্তিক শক্তি এনডিএ তথা বিজেপি।
বিজেপি-র ফল খারাপ হলেও অন্তত গোটা ২৫ গ্রাম পঞ্চায়েতে একক বৃহত্তম দল হয়েছিল তারা। কিন্তু একটাতেও বোর্ড গঠন করতে পারেনি তারা। ওই পঞ্চায়েতগুলিতে ভোট পরবর্তী জোট করে বিজেপিকে ঠেকিয়ে দিয়েছে সিপিএম ও কংগ্রেস।
যা নিয়ে কংগ্রেসসিপিএমের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে কেরল বিজেপি। রাজ্য বিজেপির এক মুখপাত্র বলেছেন, অনৈতিক জোট করে বিজেপিকে আটকে দেওয়া হয়েছে। এটা মানুষের রায়কে অপমান করা। পাল্টা সিপিএমের তরফে বলা হযেছে, এটা কোনও জোট নয়। ভোটের পর স্থানীয় পরিস্থিতির নিরিখে বোঝাপড়া হয়েছে। বিজেপি বড় বিপদ। এই মৌলিক বোঝাপড়া থেকেই যা হওয়ার হয়েছে।