Thursday, February 6, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

করোনা টিকা নিয়ে এবার গুরুতর অসুস্থ বেলেঘাটা আইডির অধ্যক্ষা, ভর্তি হাসপাতালে

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: এবার করোনাভাইরাস টিকা নিয়ে অসুস্থ হয়ে পড়লেন বেলেঘাটা আইডির অধ্যক্ষা অনিমা হালদার। তাঁকে বেলেঘাটা আইডি‌র সিসিইউতে ভরতি করা হয়েছে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।

হাসপাতাল সূত্রে খবর, গত সোমবার কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নেওয়ার পর বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। বাড়িতেই বমি শুরু হয় তাঁর। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। দুটি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র আছে কিনা বা পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা, তা খতিয়ে দেখা হবে। তাঁকে আরও কয়েকদিন পর্যবেক্ষণ রাখা হবে। বিশেষজ্ঞদের দল বিস্তারিত আলোচনা করছে। খাদ্যে বিষক্রিয়া হয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। কী কারণে অসুস্থ হয়ে পড়েছেন তার খোঁজ নিচ্ছে স্বাস্থ্য দফতর।

উল্লেখ্য, দিল্লির এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া বলেন, ‘‌টিকা নেওয়ার ক্ষেত্রে সরকার স্বাস্থ্যকর্মী, প্রবীণদের অগ্রাধিকার দিয়েছে সরকার। তাঁদের টিকাকরণ শেষ হলেই খোলা বাজারে মিলতে পারে করোনার ভ্যাকসিন।’‌

 

 

 

 

Leave a Reply

error: Content is protected !!