Thursday, February 6, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

সলিসিটর জেনারেলের অপসারণ চেয়ে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে তৃণমূল

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সলিসিটর জেনারেল তুষার মেহতার অপসারণের দাবিতে এবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের  কাছে যাচ্ছে তৃণমূল। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে সলিসিটর জেনারেল পদ থেকে তুষার মেহতার অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন তৃণমূলের তিন সাংসদ।নারদকাণ্ডে অভিযুক্ত শুভেন্দু অধিকারী কীভাবে সলিসিটর জেনারেলের সঙ্গে বৈঠক করতে পারেন? এই প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন তৃণমূলের তিন সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সুখেন্দুশেখর রায় ও মহুয়া মৈত্র।  প্রধানমন্ত্রীর পর সোমবার রাষ্ট্রপতির কাছে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল।সলিসিটর জেনারেল তুষার মেহতার সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠকের অভিযোগ ঘিরে তৃণমূল এই দাবি জানিয়েছে।

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ট্যুইট করে বলেছেন,  ‘নারদ মামলায় অভিযুক্ত সলিসিটর জেনারেলের বাড়িতে গেলেন। যিনি আবার নারদ মামলার আইনজীবী। ৩০ মিনিট বাড়িতে থেকেও বলছেন কিছুই হয়নি।’

উল্লেখ্য, প্রধানমন্ত্রীকে দেওয়া  চিঠিতে তিন তৃণমূল সাংসদ লিখেছিলেন, ‘নারদ স্টিং-কাণ্ডে শুভেন্দু অধিকারীকে টাকা নিতে দেখা গিয়েছিল। তার তদন্ত করছে সিবিআই এবং ইডি। তুষার মেহতা সেই মামলায় সিবিআইয়ের হয়ে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে সওয়াল করছেন। সিবিআই ও ইডি সারদা মামলার তদন্ত করছে। সুদীপ্ত সেন মূল অভিযুক্ত। যিনি একাধিকবার চিঠি দিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। সারদা-মামলাতেও সিবিআইকে পরামর্শ দেওয়ার পাশাপাশি মামলা লড়েছেন তুষার মেহতা। শুভেন্দু অধিকারী যে মামলায় অভিযুক্ত, তাতে সলিসিটার জেনারেলের অফিসকে ব্যবহার করে, মামলার ফলাফলকে প্রভাবিত করার উদ্দেশ্যেই, বৈঠকের আয়োজন হয়েছিল, এমন আশঙ্কার যথেষ্ট কারণ আছে। তাই স্বচ্ছতা ও নিরপেক্ষতার স্বার্থে অবিলম্বে তুষার মেহতাকে তাঁর পদ থেকে সরাতে পদক্ষেপ নিন প্রধানমন্ত্রী।’

Leave a Reply

error: Content is protected !!