Thursday, February 6, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

এই জয় আনন্দের নয়, বরং অনেক বেশি দায়িত্বের – বললেন ফিরহাদ হাকিম

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বাংলায় ফের ক্ষমতায় আসছে তৃণমূল। তবে দেশের করোনা যে ভয়াবহ আকার ধারণ করেছে, তাতে এটা উচ্ছ্বাস দেখানোর সময় নয় বলে জানিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

তাঁর বক্তব্য, ‘‘এই জয়ে কোনও বিজয় মিছিল হবে না। এটা আনন্দ করার সময় নয়। রাজ্যে কত মানুষ মারা যাচ্ছেন। আমার নিজের অনেক আত্মীয় মারা গিয়েছেন। এমনকি যাঁরা আমাকে ভোট দিয়েছিলেন, তাঁদের অনেকেই নেই। এই অবস্থায় বিজয় মিছিল বা আনন্দ করার মতো মানসিক অবস্থা নেই আমার।’’

নীলবাড়ির লড়াইয়ে ফিরহাদ নিজে কলকাতা বন্দর থেকে প্রার্থী হয়েছেন। সেখানে দুপুর পর্যন্ত বিজেপি-র অওয়ধ কিশোর গুপ্তর সঙ্গে তাঁর প্রাপ্ত ভোটের ব্যবধান ১৭ হাজার। তবে জিতবেন বলে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন বলে জানিয়েছেন ফিরহাদ।

 

Leave a Reply

error: Content is protected !!