Thursday, November 21, 2024
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

আল্লাহর দূতের অবমাননা ও গালিগালাজ করলে কঠিন শাস্তি হয়, ম্যাক্রোঁকে সাবধান করলেন জাকির নায়েক

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসের কয়েকটি উঁচু উঁচু দালানে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সাঃ)-এর ব্যঙ্গচিত্র প্রকাশ করে দেখানো হয়। মহানবী (সাঃ) কে অবমাননা করার কারণে ফ্রান্সের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে মুসলিমরা। এরপর গত বুধবার এক বক্তব্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ইসলামপন্থীরা আমাদের ভবিষ্যৎ কেড়ে নিতে চায়, কিন্তু ফ্রান্স কার্টুন প্রদর্শন বন্ধ করবে না। তাঁর বক্তব্য প্রকাশের পর থেকে বিশ্বের মুসলিমরা প্রতিবাদ শুরু করে। অনেক দেশের স্থানীয় বাজার ফরাসি পণ্য বয়কট শুরু করেছে। এবার ইমানুয়েল ম্যাক্রোঁকে সাবধান করে ইসলামিক স্কলার ডঃ জাকির নায়েক বললেন , ফেসবুক পোস্টে যারা আল্লাহর দূতের অবমাননা, গালিগালাজ করে, তারা যন্ত্রণাময় শাস্তি পায়।

জাকির কুরআনের আয়াত উল্লেখ করে ফেসবুক পোস্টে লেখেন, আল্লাহের দাসের গালিগালাজের ভয়ঙ্কর শাস্তি মিলবে। বাস্তবে যারা আল্লাহ ও তার প্রতিনিধির গালিগালাজ করে, আল্লাহ এই জীবনে ও তারপরও তাকে অভিশাপ দেন, তার জন্য অপমানজনক সাজার ব্যবস্থা করেন। এর আগে গত ২৮ আগস্টের ফেসবুক পোস্টে তিনি বলেন, আল্লাহর দূতকে গালাগাল দেওয়া লোকজনকে ভয়াবহ সাজা পেতে হবে।

উল্লেখ্য, এর আগেও তিনি বলেছিলেন, মহম্মদকে আক্রমণ করা অধিকাংশই বিজেপির লোক বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ভবিষ্যতে এই অ-মুসলিম লোকজন উপসাগরীয় দুনিয়ায় বিশেষ করে কুয়েত, সৌদি আরব বা ইন্দোনেশিয়া সফরে গেলে খতিয়ে দেখা উচিত, তাঁরা ইসলাম বা মহম্মদ সম্পর্কে অশালীন, আপত্তিকর মন্তব্য করেছেন কিনা, করে থাকলে তাদের কারাগারে ঢুকিয়ে দেওয়া উচিত। এছাড়া, বর্তমানে মালয়েশিয়ায় বসবাস করা জাকির ফরাসি সামগ্রী বয়কটেরও ডাক দিয়েছেন।

 

Leave a Reply

error: Content is protected !!