দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অযোধ্যায় দীপোৎসবে যোগ দিতে এসে বিরোধীদের একহাত নিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রামের বিরুদ্ধে কথা বললে ফল পতন হবে, এই ভাবেই বিরোধীদের সতর্ক করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, ‛যাঁরা শ্রীরামচন্দ্রের বিরোধিতা করেন, তাঁদের পতন হবেই। বিরোধীদের হাতে কোনও ইস্যু নেই।’
রবিবার তিনি মণি রাম দাস ছাউনিতে গিয়ে তার প্রধান মহন্ত নৃত্যগোপাল দাসের সঙ্গে দেখা করেন। এছাড়া তিনি অযোধ্যায় অস্থায়ী রামমন্দিরে প্রার্থনা করেন, পুজো দেন হনুমানগড়ি মন্দিরেও। দেখা করেন রাম জন্মভূমি ন্যাসের প্রধানের সঙ্গে। সরকারি ভাবে ২০১৭ সাল থেকে দীপোৎসব পালন করছে উত্তরপ্রদেশ সরকার। তারই অঙ্গ হিসাবে অযোধ্যায় সরযূ নদীর তীরে পাঁচ লক্ষের বেশি মাটির প্রদীপ জ্বালানো হয়েছিল।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন