Monday, September 16, 2024
Latest Newsদেশফিচার নিউজ

যারা কৃষক আন্দোলনের বিরোধিতা করছে তারা নির্লজ্জ অথবা বিক্রি হয়ে গেছে: মারকান্ডে কাটজু

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কৃষক ইস্যুতে তোলপাড় জাতীয় রাজনীতি। গত ২ মাসেরও বেশি সময় ধরে দিল্লি লাগোয়া সীমানায় তিন কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনে সামিল দেশের অন্নদাতারা। পাঞ্জাব, হরিয়ানা থেকে আসা কয়েকশো কৃষকদের প্রতিবাদে উত্তাল গোটা দেশ। কৃষি আইনের প্রতিবাদে একাধিক কৃষকের আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। কৃষি আইন বাতিল না হলে আন্দোলন চলবে বলে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন কৃষক নেতারা।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

কৃষক আন্দোলনের বিরোধিতা করে আসছে বিজেপি। কৃষকদের জঙ্গি, খলিস্থানি বলতেও ছাড়েনি গেরুয়া নেতারা। এবার কৃষকদের পাশে দাঁড়ালেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মারকান্ডে কাটজু। কৃষকদের পাশে দাঁড়িয়ে নিজের ফেসবুকে তিনি লেখেন, যারা কৃষক আন্দোলনের বিরোধিতা করছে তারা নির্লজ্জ অথবা বিক্রি হয়ে গেছে। প্রাক্তন বিচারপতির এমন মন্তব্যকে কৃষকদের জন্য তাৎপর্য বলে মনে করছেন অনেকেই।

 

 

 

Leave a Reply

error: Content is protected !!